JS Bangladesh সম্পর্কে কিছু কথা

JS Bangladesh
JS Bangladesh Logo

JS Bangladesh একটি প্রোগ্রামিং লার্নিং প্লাটফর্ম। ২০১৮ সালে YouTube চ্যানেলের মাধ্যমে যাত্রা শুরু করে আজ পর্যন্ত বিগেনার ফ্রেন্ডলি করে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করে যাচ্ছে। ২০১৮ সালে JavaScript এর ভ্যেরিয়েবলের ভিডিও এর মাধ্যমে JS Bangladesh তাদের প্রোগ্রামিং শেখানোর প্রচেষ্টা শুরু করে।

অধিকাংশ Self-taught ডেভেলপাররা শুরুর দিকে প্রচন্ড কনফিউশনে ভোগেন বিভিন্ন টেকনোলজি নিয়ে। অনেক ধরণের বিতর্ক তাদের আরো বিভ্রান্ত করে। যেমনঃ PHP শেখা যাবে না কারন PHP মরে যাচ্ছে, WordPress শেখা যাবে না কারন এইটা কোন ডেভেলপমেন্টই না। একেক জনের একেক কথায় কান দিতে গিয়ে শেষ পর্যন্ত শেখাটাই হয় না। আমরা শেখার ক্ষেত্রে আমাদের স্টুডেন্টকে উন্মুক্ত রাখতে চাই। WordPress শেখা মোটেই দোষের কিছু না। সমস্যা হবে তখন যখন আমি সব কিছুকেই WordPress কেন্দ্রিক চিন্তা করবো। বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন সমাধান গ্রহণ করার মানুসিকতা তৈরী করতে চাই আমরা।

প্রোগ্রামিং শেখাটাকে আমরা পরিণত করতে চাই কনসেপ্ট বেইজড। যেমন আমরা কখনোই বলবো না আপনি PHP এর সব সিনট্যাক্স, ফাংশন মুখস্ত করে ফেলেন। আর কোন ল্যাঙ্গুয়েজের দিকে তাকাবেনই না। আমরা চাই আমরা কনসেপ্ট শিখবো এবং সেটার ইমপ্লিমেন্টেশন যেকোন ল্যাঙ্গুয়েজেই প্রয়োজনে করবো। এই মানুসিকতা যদি থাকে তাহলে কোন ল্যাঙ্গুয়েজ মরে গেলো আর কোনটা জীবিত রইলো এই বিতর্কে যাওয়ার দরকারই হবে না।

“Syntax বদলায়, Concept না”

আমরা দেখতে পাই JavaScript নিয়ে কাজ করতে আসার আগে অনেকেরই প্রোগ্রামিং এর ভাল অভিজ্ঞতা নেই। আবার অনেকেই ব্যাসিক জিনিস হয়তো খুব হালকা করে শিখে এসেছে। অসীম সম্ভাবনা থাকার পরেও অনেকে হারিয়ে যাচ্ছে শুধু ব্যাসিক স্ট্রং না হওয়ায়। নতুন অবস্থায় অনেকেই অনেক টাকা নষ্ট করছেন তাদের স্কিল অর্জনের জন্য। আমরা টাকা অপচয়ের বিপক্ষে। আমরা টাকা ইনভেস্টের পক্ষে। তাই JS Bangladesh আপনাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে কোয়ালিটি বিগেনার তৈরী করতে। যাদের হাত ধরেই তৈরী হবে নতুন বাংলাদেশ।

[]