You Are Welcome To The Biggest Theme Development Camp in Bangladesh!
All our admissions are closed now. To know further please visit our official facebook group JS Bangladesh.
ইন্টারনেটের বিস্তারে এ দেশে গত কয়েক বছরে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠা সেক্টরের একটি প্রোগ্রামিং। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে, স্কুল কলজের বইয়ে পর্যন্ত এখন প্রোগ্রামিং শেখানো হয় এবং খুব দ্রুত প্রাইমারী স্কুলেও এটি যুক্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এ থেকেই ধারণা পাওয়া যায় প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ। নবীন শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিংকে সহজে উপস্থাপণ করার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় JS Bangladesh এর। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রায় আপনাদের পাশে নিয়ে অবশ্যই আমরা একদিন আমাদের কাঙ্খিত পরিবর্তন অর্জন করবো।